ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজবাড়ীতে বাজার তদারকিকালে চার প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সদর উপজেলার বড় বাজার, পাইকারী সবজি আড়ৎ ও দুধ বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
তদারকিকালে বড় বাজারের আড়ৎ পট্টির মেসার্স আরাফাত কৃষি ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
ভাজনচালার গাউছিয়া স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
মেসার্স রাজু মেডিকেল কর্ণারকে প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
দুধ বাজারের মেসার্স মাইনুদ্দিন স্টোরকে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্যপণ্যের মূল্য যথাযথ ভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, পাইকারি সবজি আড়ৎ এলাকায় পাইকারি পর্যায়ের সবজি ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় করা হয়।
জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের সহায়তায় এবং পৌর স্যানিটারী ইন্সপেক্টর সদর পৌরসভা ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যদের অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।