মধ্যপ্রাচ্যে কিছু হলে তার প্রভাব সারা বিশ্বেই পড়ে: জ্বালানি ইস্যুতে প্রতিমন্ত্রী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে জ্বালানি নিয়ে চিন্তার বিষয় বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কিছু হলে এর প্রভাব সারাবিশ্বেই পড়ে।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হলে এর প্রভাব সারা বিশ্বেই পড়ে। আমাদের জ্বালানি খাতে গিয়ে পড়ে। দামের একটা বড় পরিবর্তন দেখা যায়।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য যেভাবে এগোচ্ছে, বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, এটা বলা যাচ্ছে না সামনে কোন দিকে যাবে। আর এটারও কোনো বিকল্প নেই। সোর্স এক জায়গায়। সব কিছুই এফেক্টেড হবে, এটা অস্বীকার করার বিষয় না। সারা বিশ্বই এটা নিয়ে চিন্তিত।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয়। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা মিডিলইস্টের অবস্থাটা পর্যবেক্ষণ করছি। আমাদের অধিকাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। গ্যাসেরও একটা বড় জায়গা কাতার এবং ওমান। এখনই বলছি না সিচুয়েশন খারাপের দিকে গেছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মনে হয় এখনো কন্ট্রোলে আছে।’

এর আগে United States Trade and Development Agency (USTDA) এর অর্থায়নে The Boston Consultant Group (BCG) কর্তৃক “Smart Grid Roadmap in Bangladesh Phase-2” শীৰ্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে Smart Grid Experience Day এর উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

-এসএম