ভোক্তাকণ্ঠ রিপোর্ট : নারী শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় ও কথোপকথন করবেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা দিতে, ভবিষ্যতে তরুণ প্রজন্ম যাতে দক্ষ সংসদ সদস্য হিসাবে নিজেদের গড়ে তুলতে পারে সেই প্রয়াসেই এই আয়োজন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ভার্চুয়ালী যুক্ত হয়ে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, বদরন্নেছা সরকারি কলেজ, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ডিজিটাল প্লাটফর্ম ভোক্তাকণ্ঠ।
এ বিষয়ে ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) প্রকৌশলী শুভ কিবরিয়া বলেন, নারী শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার, দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা এবং সফল হওয়ার অনুপ্রেরণা দিতেই এই অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবেন এবং একজন সংসদ সদস্যের কাজ সম্পর্কে অবহিত হবেন।
সিমিন হোসেন রিমি একজন প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক । তিনি গাজীপুর-৪ আসন থেকে একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা।
-এসএম