কালাইয়ে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি উদ্বোধন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জয়পুরহাটের কালাইয়ে ৩৬ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের আলুপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আর তিথি সভাপতিত্বে ভোক্তাদের কাছে ৩৬ টাকা কেজি দরে ট্রাকে করে আলু বিক্রি করা হয়। এতে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি আলু ক্রয় করতে পারবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ন্যায্যমূল্যে প্রকৃত ভোক্তাদের কাছে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি করতে উপজেলায় ছয় জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলার ছয়টি পয়েন্টে খুচরা ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হবে। এর মধ্যে বৃহস্পতিবার উদ্বোধনের মধ্য দিয়ে কালাই পৌর এলাকার আলুহাটি এলাকায় বিক্রি করা হয়। বাকি পাঁচটি পয়েন্টের মধ্যে ০৩ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা বাজার ও দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্রাই ইউনিয়নের মাত্রাই হাটে, ০৪ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার ও দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুনুট ইউনিয়নের পুনুট বাজার এবং জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাটে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলু বিক্রি চলবে। প্রতিদিন এসব স্পটে তিন মেট্রিক টন আলু বিক্রি হবে।

উদ্বোধনের সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কালাই থানার ওসি ওয়াসিম আল বারী, উপ-সহকারী প্রকৌশলী আ. সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।