অর্থ মন্ত্রণালয়ের বাজেট না থাকায় এবার এবার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে না।গত সোমবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা-২০২১ জারি কারা হয়েছে।নীতিমালা জারির পরপরই এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন নেয়ার বলে একাধিকবার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেজন্য অর্থ বরাদ্দ রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
অথচ এমপিওভুক্তির জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ না থাকায় এ অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা সম্ভব হচ্ছে না।
জাগো নিউজ এর সূত্র মতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘নীতিমালা জারি হলেও চলতি অর্থ বছরে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও দেয়া সম্ভব না। কারণ নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তি জন্য অর্থ বরাদ্দ নেই। তবে এমপিওভুক্তির জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ চাওয়া হয়েছে। যদি অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেয় তবে নতুন করে এমপিওভুক্তি কার্যক্রম শুরু করা হবে।’
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, ‘নতুন নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনায় এ সফটওয়্যার তৈরি করতে হবে। তবে এবারের নীতিমালায় এমপিওভুক্তিতে পাসের হার, পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে নতুন নীতিমালায় বলা হয়েছে, ‘এমপিও পেতে হলে প্রতিষ্ঠানের নামে জমির হালনাগাদ খাজনাসহ নাম জারি থাকতে হবে। যুদ্ধাপরাধীদের নামে ও ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যাক্তির নামের প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। শিক্ষকদের এমপিও নিষ্পত্তি নিয়ে অযথা হয়রানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা নীতিমালায় বলা হয়েছে।’
নীতিমালায় এমপিওভুক্তির আবেদনের বিষয়ে বলা হয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। নিজস্ব জমি ছাড়া কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের নামে খতিয়ানভুক্ত ও নামজারিকৃত নিজস্ব জমিতে অবকাঠামো এবং হালনাগাদ একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তি থাকলে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।’
ফৌজদারী অপরাধে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে কোন প্রতিষ্ঠানও এমপিও করা হবে না। নেতিবাচক নামের কারণ সমাজে প্রভাব পড়তে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠানও এমপিওভুক্ত করা হবে না। এ বিষয়ে কবে থেকে আবেদন শুরু হবে জানতে চাইলে নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২)
মোমিনুর রশিদ আমিন বলেন, ‘এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের জমি, অবকাঠামোসহ বেশ কিছ নতুন শর্ত নীতিমালায় যুক্ত করা হয়েছে। যে কারণে আগের সফটওয়্যারে আবেদন নেওয়া সম্ভব হবে না। আবেদন নিতে হলে নতুন সফটওয়্যার তৈরি করতে হবে। মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর এ কার্যক্রম শুরু হবে।’