ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দেড় বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া রি-এজেন্ট দিয়ে রোগীদের বিভিন্ন রোগের টেস্ট এবং ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে ড্রাগ এবং ট্রেড লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
অভিযানে দেখা যায়, ২০২২ সালের অক্টোবরে মেয়াদ শেষ হয়ে যাওয়া রি-এজেন্ট দিয়ে টেস্ট করা হচ্ছে। এছাড়া আরও কয়েকটি রি-এজেন্টের মেয়াদ বিভিন্ন সময় শেষ হয়েছে। সেগুলো দিয়ে টেস্ট করার জন্য সংরক্ষণ করে রেখেছে। এই অপরাধে ফাস্ট এইড ডায়াগনষ্টিক লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাশের জোহা মেডিসিন পার্ক নামের ফার্মেসীতে ২৩ বক্স মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ওষুধের মূল্য কাটাকাটি করে বাড়িয়ে নতুন মূল্য লেখারও প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কামরাঙ্গীরচরে অভিযান পরিচালনা করা হয়। এখানে ফাস্ট এইড ডায়াগনষ্টিক নামের এই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। যা দিয়ে ১০০ জনের অধিক রোগীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জোহা মেডিসিন পার্ককে মূল্য কেটে নতুন মূল্য লেখাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।