ভোক্তাকণ্ঠ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে চলতি পথে হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এর ফলে ভেতরে আটকা পড়েন অসংখ্য যাত্রী। কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় পৌণে দুই ঘণ্টা পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।
রোববার বেলা পৌণে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার কিছুক্ষণ আগে মেট্রোরেল চলাচল শুরু হয়।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক ভাবে বন্ধ করা হয়েছিল।
মেট্রোরেল চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি।