ভোক্তাকণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জে অভিযান চালিয়ে একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষদ এবং ঔষধের প্যাকেটে লেখা মূল্য কাটার দায়ে একটি ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমান করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকায় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ভোক্তা অধিদপ্তরকে সহযোগিতা করেন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহান চৌধুরী, প্রচার ও প্রকাশ সম্পাদক রঘুনাথ করসহ সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদস্যরা।