ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা আসা-যাওয়া শুরু করেছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে গণপরিবহন বিশেষ করে সিএনজি, রিকশা, হিউম্যান হলার ও বাসে অতিরিক্ত ভাড়া আদায়, খাদ্যের দোকানগুলোতে অতিরিক্ত মূল্য আদায়ের প্রতিযোগিতা চলে। এ ধরনের অনাকাংখিত ঘটনা ও ভোগান্তি প্রতিরোধে প্রচারাভিযান চালিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, ১ নং গেইট, শহীদ মিনার ও হলগুলোর এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচালিত এই প্রচারিভাযানে নেতৃত্ব প্রদান করেন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির কমিটির সভাপতি ফজলে রাব্বি তৌহিদ।
অন্যদের মধ্যে অংশ নেন সহ-সভাপতি তাকভীর আহমেদ, তাহিয়াত তাসনিয়া, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরাফাতুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক শুভ আহমেদ সাকিব, প্রচার সম্পাদক রোজাইন রাফি প্রমুখ।
প্রচারভিযানে ক্যাব যুব গ্রুপের নেতৃবৃন্দ মূল্য তালিকা নিয়ে গণপরিবহন শ্রমিক, দোকান মালিক, টি স্টল মালিক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ভাড়ার চার্ট, খাবারের মূল্য তালিকা বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করেন এবং সাধারণ জনগণকে এই তালিকা সম্পর্কে অবহিত করেন।
ক্যাব যুব গ্রুপের নেতৃবৃন্দ আশা করেন, জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকরা যদি এই ভাড়া ও খাবারের মূল্য তালিকা সম্পর্কে জানতে পারেন তাহলে অতিরিক্ত ভাড়া ও খাবারের মূল্য আদায়ের হয়রানির শিকার থেকে মুক্তি পাবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নির্ধারিত ভাড়া ও মূল্য তালিকার প্রয়োগে তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে। এছাড়াও সারাদেশ থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরাও হয়রানি ও প্রতারণা এবং অতিরিক্ত মূল্য প্রদানের মতো ভোগান্তি থেকে মুক্তি পাবেন। বিশ্ববিদ্যালয়ের সুনামও সুরক্ষিত থাকবে।