ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরের শ্রীবরদীতে সারের বস্তার মোড়ক পরিবর্তন করে যমুনা সারের নকল সিল সম্বলিত বস্তা ব্যবহারের অপরাধে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জালাল উদ্দিনকে এই জরিমানা করা হয়।
শ্রীবরদীর ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ও উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ হুমায়ুন দিলদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন, এ ধরনের অপরাধ করে কেউ ছাড় পাবে না।
অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সার নকল করে যমুনা সার কারখানার নকল মোড়ক ব্যবহার করে কৃষকদের কাছে বিক্রি করে আসছিল।