ক্যাবকে শক্তিশালী করা দরকার: সফিকুজ্জামান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণে ক্যাবকে কিভাবে শক্তিশালী করা যায়, ভোক্তা অধিদপ্তর থেকে তাদের কিভাবে সহযোগীতা করা যায়, সেই বিষয়ে আজকের এই সম্মেলন। ক্যাব কাজ করছে। কিন্তু ক্যাবকে আমরা যেভাবে চেয়েছিলাম, সেই অর্থে তারা এখনো প্রতিষ্ঠিত হয়নি। ক্যাব এখনো ভোক্তাদের নিয়ে জোড়ালো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আমরা ক্যাবকে সেই জায়গায় দেখতে চাই।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের অডিটোরিয়ামে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা-উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পঞ্চগড়ে ভূঁইফোঁড় সংগঠন ভোক্তা অধিদপ্তরের নামে অভিযান পরিচালনা করছে, জরিমানা করে অর্থ হাতিয়ে নিয়েছে। এমন অনেক জায়গায় অধিদপ্তরের নামে চাঁদাবাজি করছে। আমরা সেই সকল বিষয়ে পদক্ষেপ নিয়েছি। কিন্তু সেখানকার ক্যাব সদস্যরা কেন সেটা জানতে পারলো না? তাদের তো এসব বিষয়ে নজর রাখতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে হবে না, ভোক্তাদের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের অনেক আইনি বাধা রয়েছে। আমরা ইচ্ছে করলেই- অনেক কথা বলতে পারি না। কিন্তু আপনারা তো স্বাধীন, আপনারা কেন ভয়েস রেইজ করতে পারেন না। সিন্ডিকেট করে ডিম-মুরগির দাম বাড়িয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হলো, আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিলাম। কিন্তু আপনারা কেন (জেলা পর্যায়ে) আন্দোলন করলেন না। তাহলে তো আমাদের কাজ করা আরও সহজ হয়।

তিনি আরও বলেন, লোকবল সংকটে আমরা পর্যাপ্ত কার্যক্রম পরিচালনা করতে পারছি না। জেলা পর্যায়ে অনেক অনিয়ম সম্পর্কে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু ক্যাবের সদস্যরা কেন তা জানান না। আমরা তো ক্যাবের জেলা কমিটি থেকে কোনো অভিযোগ পাই না। আপনারা বলছেন, অফিস নেই। কিন্তু আপনারা কি এ বিষয়ে (ক্যাবকে) জানিয়েছেন? আপনারা সরকারি কোনো পরিত্যক্ত জায়গা বা ভবন খুজে বের করেন। সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা তা ক্যাব বা কোনো সেচ্ছাসেবী সংস্থার জন্য বরাদ্দ দেবে না- এমনটা মনে হয় না। ক্যাবকে শক্তিশালী করা দরকার। কারণ ক্যাব শক্তিশালী হলে আমাদের কাজ করা সহজ হয়ে যায়। আপনারা পেশার তৈরি করেন। ভোক্তা অধিদপ্তরকে কাজের জন্য আরও চাপ দেন।

ক্যাবের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ক্যাবের সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, ভোক্তা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান।

এছাড়াও, ক্যাবের জেলা-উপজেলা প্রতিনিধিবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

-এসএম