ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান বলেছেন, ‘ক্যাব একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। কিন্তু এর কার্যক্রম দেখে রাজনৈতিক প্রতিষ্ঠান বলে মনে হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান যেন ফায়দা নিতে না পারে।’
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের অডিটোরিয়ামে ক্যাবের জেলা-উপজেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম রহমান বলেন, ‘আমাদের ভোক্তার স্বার্থে কাজ করতে হবে। আমরা রাজনীতিবিদ নই, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করছি। ক্যাবের আন্দোলনে ভোক্তা অধিদপ্তর প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের জন্য কাজ করছে। তাই তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশের সব থেকে জনপ্রিয় সরকারি প্রতিষ্ঠান ভোক্তা অধিদপ্তর। মানুষের জন্য কাজ করার কারণে তারা মানুষের আস্থা অর্জন করেছে। তাই আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু বর্তমানে ক্যাবের কার্যক্রম অনেক ক্ষেত্রেই সক্রিয় নয়। আমাদের কার্যক্রম আরও বেগবান করতে কেন্দ্রীয় কমিটি পদেক্ষপ নিয়েছে। আমি আশা করবো, শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিটি এলাকায় রাজনৈতিক সংগঠনের মতো ভোক্তা সংগঠন ক্যাবের কমিটিও থাকবে।’
ক্যাব সভাপতি বলেন, ‘সরকারের প্রতিটি সিদ্ধান্তই জনগণকে প্রভাবিত করে। কিন্তু সরকারের সিদ্ধান্তের প্রতিফলন করতে ভোক্তাদের জন্য কোনো বিভাগ বা মন্ত্রণালয় নেই। আমরা দীর্ঘদিন ধরে ভোক্তার জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়ে আসছি। আমাদের চাওয়া, ভারতের মতো বাংলাদেশেও ভোক্তা এফেয়ার্স সংশ্লিষ্ট আলাদা একটি মন্ত্রণালয় হবে।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ক্যাবের সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, ভোক্তা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান।
এছাড়াও, ক্যাবের জেলা-উপজেলা প্রতিনিধিবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
-এসএম