আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ, ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশের দায়ে আব্দুল মালেক নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপদ্রব্য পুশকৃত ৬৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়।

শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চাপড়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ করার সময় হাতেনাতে আটক করে আব্দুল মালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অপদ্রব্য পুশকৃত চার ক্যারেট মাছ জব্দ করা হয়।

এছাড়া, একই অভিযোগে মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী ও মৃত আপিল উদ্দিন সরদারের ছেলে বাবু সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হলেও অপদ্রব্য পুশকৃত ২ ক্যারেট ও ১ ড্রাম মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্বরে কেরোসিন ঢেলে পুড়িয়ে বিনষ্ট করা হয়।