লালমনিরহাটে পাঁচ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

তৌহিদুল ইসলাম: লালমনিরহাটে অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ-দৌলা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে লালমনি ডিম আড়তকে দুই হাজার ৫০০ টাকা, কুলাঘাট বাজারের নুসরাত দইঘরকে আট হাজার টাকা, বৈশাখী সুইটসকে দেড় হাজার এবং রোগ নির্ণয়ে অনিয়মের কারণে মিশনমোড়ে সীমান্ত ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে স্বপ্ন ফার্মাকে দুই হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর আজহারুল ইসলাম ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।