ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরে নকল শিশুখাদ্য জব্দ করে কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ভোক্তা অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, ইটাহাটা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক ব্যক্তি বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল জুস, চিপস, তেলসহ বিভিন্ন শিশুখাদ্য ওই কারখানায় উৎপাদন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে কারখানা কর্তৃপক্ষ আগেই পালিয়ে যায়। পরে বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল এক হাজার ৫০০টি জুস, চিপস, চকলেটের মোড়ক, জুসের খালি বোতল জব্দ করে। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। নকল পণ্য উৎপাদনকারী চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্যসামগ্রী উৎপাদন করে আসছিল বলে জানা গেছে।
এ অভিযানের সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাসন থানা পুলিশ, ও গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।