ভোক্তাকণ্ঠ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথা।
মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে একটি ফার্মেসিকে ১০ হাজার এবং অপর একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ উপস্থাপন করেন ওষুধ প্রশাসন কুমিল্লার ওষুধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া।