ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সারা পৃথিবীর মতো বাংলাদেশেও জ্বালানি রূপান্তর ঘটছে। ডার্টি এনার্জি থেকে ক্লিন এনার্জির দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। এই ক্লিন এনার্জিকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি। জ্বালানি রূপান্তর সফল ভাবে সম্পন্ন হলে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। তৈরি হবে নতুন উদ্যোক্তা।
এই নতুন সুযোগ গ্রহণ করতে হলে চাই এই বিষয়ে জ্ঞান ও দক্ষতা। এই জ্বালানি রূপান্তর সফল ভাবে অনুষ্ঠিত করতে হলে চাই দক্ষ মানবসম্পদ ও মানসম্পমত পরিকল্পনা।
সে কারণে ইতোমধ্যেই কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তৈরি করেছে জ্বালানি রূপান্তর নীতি-২০২২ (প্রস্তাবিত)। এই নীতির আলোকে সফল ভাবে জ্বালানি রূপান্তর বাস্তবায়নের লক্ষ্যে, গ্রীন জব তৈরির পথ সুগম করতে তরুণদের সঙ্গে সংযোগ তৈরির জন্য ধারাবাহিক ভাবে নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে ক্যাব।
সেই ধারাবাহিকতায় বুধবার ‘নবায়নযোগ্য জ্বালানি ও কর্মসুযোগ’ শিরোনামে অনলাইনে তরুণদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের প্রভাষক প্রকৌশলী মো. শিহাব উদ্দীন। নবায়নযোগ্য জ্বালানিখাত বিশেষ করে সোলার এনার্জির বাজার, ব্যবস্থাপনা, উদ্যোগ, ব্যবসা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ে তিনি বিশেষ ভাবে আলোকপাত করেন।
ঢাকা কলেজ, বদরুননেছা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাট কলেজ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী এই আলোচনায় অংশ নেন।
আলোচনাটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক প্রকৌশলী শুভ কিবরিয়া।
আলোচনা শেষে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশ্ন করেন এবং এ ধরনের নানা আয়োজনে অংশ নেবার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনাটি সমন্বয় করেন ফাহমিদা নাজনিন তিতলি।
আলোচনা শেষে অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।