ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। আবার দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য সাড়া জাগানিয়া। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের এই সাফল্য যেমন আশা জাগানিয়া তেমনি এই কাজে তরুণদের অংশগ্রহণও একটা বড় ঘটনা। দুর্যোগ মোকাবিলার সঙ্গে জ্বালানি ব্যবস্থাপনার সম্পর্কও ওতোপ্রত ভাবে জড়িত। চলমান জ্বালানি রূপান্তরকে মাথায় রেখে, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে কিভাবে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলা যায় সেটাই এখনকার বড় চ্যালেঞ্জ।
চলমান জ্বালানি রূপান্তর, জলবায়ু পরিবর্তনের মত দুর্যোগ, আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তরুণদের আলোকিত করতে, তাদের ভাবনাকে শাণিত করতে রোববার (১৯ মে) রাত ৯টায় ‘তরুণদের সঙ্গে সংলাপ।। দুর্যোগ মোকাবিলা ও প্রকৃতিবান্ধব জ্বালানি’ শীর্ষক আলোচনার আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এতে আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, লেখক, সাংবাদিক ও গবেষক গওহার নঈম ওয়ারা।
সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি সমন্বয় করেন ফাহমিদা নাজনিন তিতলি।
আলোচনাটি ভোক্তাকণ্ঠের ফেসবুক পাতা থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অনলাইন আলোচনায় সরাসরি যুক্ত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশ্ন করেন এবং এ ধরনের আয়োজনে অংশ নেবার আগ্রহ প্রকাশ করেন।