স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন বৃহস্পতিবার

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর যৌথ উদ্যোগে ‘স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা’ বিষয়ক ক্যাম্পেইন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

ওয়েল্টহাঙ্গারহিলফি এর কারিগরী ও আর্থিক সহায়তায় ওইদিন সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের রাজধানী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়েল্টহাঙ্গারহিলফি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পঙ্কজ কুমার, সার্ক এগ্রিকালচার সেন্টার-এর ডিরেক্টর ড. মো. হারুনুর রশীদ, কৃষি বিপণন অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি ও কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ রাজু আহমেদ, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা ও রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক মিয়া ও ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ওয়েল্টহাঙ্গারহিলফি বাংলাদেশের হেড অব প্রজেক্ট মামুনুর রশিদ।

স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনে সভাপতিত্ব করবেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।