ফের হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভারত থেকে পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে।

মেসার্স সততা বাণিজ্যালয় এবং মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেছেন। দুটি গাড়িতে ৩৩ টন পেঁয়াজ আমদানি করা হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, দেশের বাজারে হঠাৎ করে দেশীয় পেঁয়াজের কেজি ৮০ টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। লোকসান হওয়ায় গত ২০ দিন ধরে আমদানি বন্ধ ছিল। যদি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম পাওয়া যায় আমদানি অব্যাহতের পাশাপাশি ঈদের আগে আমদানি আরও বাড়বে।