ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারে অনিয়মের অপরাধে তিনটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় তাকে সহযোগিতা করে সদর মডেল থানার পুলিশ ফোর্স।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, একটি বিস্কুটের জারে দেখা যায়, তার মেয়াদ এ বছরের ০৯ জানুয়ারি উত্তীর্ণ হয়ে গেছে। তারপরও সেগুলো রাখা ছিল। এ রকম অনেকগুলো বিষয়েই অমিল পাওয়া গেছে। আজকের অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ন্যায্যমূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।