ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অননুমোদিত ভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় পাঁচ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পৌণে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।
প্রতি বছরই রাজধানীর সায়েন্স ল্যাবে কোরবানির পশুর চামড়া বেচা-কেনা করা হয়। রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে চামড়া কেনাবেচা করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তাই এবার ঢাকা দক্ষিণ সায়েন্সল্যাবে চামড়া কেনা-বেচা না করার নির্দেশনা দেয়। কিন্তু সিটি কর্পোরেশনের এ নির্দেশনার পরও দুপুর থেকে ট্যানারি ও চামড়া শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ট্রাক, পিকআপভ্যান নিয়ে সায়েন্সল্যাবে চামড়া কিনতে আসেন। এর পরিপ্রেক্ষিতে বিকেলে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।