অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় দোকানিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে এক দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মাসুম বিল্লাহ্ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে সাধুর মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, বিএসটিআই’র বৈধ লাইসেন্স না থাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো সিল না থাকা, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত এবং ফিল্ড অফিসার (সিএম) মো. মাকসুদুর রহমান অভিযানে দায়িত্ব পালন করেন। এছাড়া নাজিরপুর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।