ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
তিনি জানান, হোটেল রেস্তোরাঁ ব্যবসার লাইসেন্স না থাকা, সেবার তালিকা না রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সংরক্ষণের প্রমাণ পাওয়ায় হোটেল আরাবিয়া দরবার, হোটেল ফোরস্টার এবং গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারিকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান তিনটিকে সতর্ক করা হয়।