ময়মনসিংহ-নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত/লিকেজ হওয়ায় ফলে ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ আরপিসিএল এবং নেত্রকোণা এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের ত্রিশালের নারায়ণপুর এলাকায় এলডিসি গ্রুপ পাইলিং কাজ করার সময় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত/লিকেজ হয়েছে। এর ফলে ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ আরপিসিএল এবং নেত্রকোণা এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত সঞ্চালন পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

-এসএম