ভোক্তাকণ্ঠ ডেস্ক: গোপালগঞ্জে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চৌধুরী রুহুল আমীন শহীদ, আহম্মদ আলী খান, মো. সাইফুর রশিদ চৌধুরী, ক্যাব জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মহব্বত ই আনোয়ার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, ক্লাবের সদস্য ও আজকের সংবাদ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মো. ফয়জুল ইসলাম, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, সাংবাদিক এবাদ হোসেন, দৈনিক আইন বার্তা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি রাতুল হাসান, সাংবাদিক জাকিয়া সুলতানা।
এছাড়াও, বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ ভোক্তাসহ সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শামীম হাসান ভোক্তা অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সকল পর্যায়ের ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন বলেন, সাংবাদিকরা আমাদের তথ্য দিলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।