ভোক্তাকণ্ঠ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ইউনিটটি চালু হয়।
এ বিদ্যুৎকেন্দ্রটি থেকে এখন পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এর আগে গত ২৪ জুন বিকেল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে। আমাদের ০৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। কিন্তু দেশের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত পরিশ্রম করে সোমবার বিকেল সাড়ে ৪টায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হই। আমরা বর্তমানে পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি।