ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরের সালথায় পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরের দিকে উপজেলার ঠেনঠেনিয়া বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
জানা গেছে, অভিযানে ক্রয়-বিক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্ল্যা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে খবরে পেঁয়াজের মণপ্রতি ৩৭০০ থেকে ৩৮০০ টাকা দরে বিক্রি হয়। যা শনিবার ছিল ৪১০০ থেকে ৪২০০ টাকা। রোববার অভিযানের খবরে মণপ্রতি পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা কমেছে।
সহকারী পরিচালক মো. সোহেল শেখ এসব তথ্য জানান।
অভিযানকালে জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আড়ত ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।