ভোক্তাকণ্ঠ ডেস্ক: মোবাইল ইন্টারনেট সেবা আগামী রোববার (২৮ জুলাই) ও সোমবারের মধ্যে চালু হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করা নিয়ে এ ব্রিফ করেন তিনি।
পলক বলেন, আজকে (বুধবার) ব্রডব্যান্ড দেওয়া হয়েছে। রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। আমরা এমটবের সাথে মিটিং করব। এরপর তথ্য পর্যালোচনা করে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।
তিনি বলেন, দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করেছি। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। আজ রাত থেকে বাসা-বাড়িতেও পরিপূর্ণ ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। আগামী রবি বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটও চালু করার ব্যাপারে আশাবাদী।
এ সময় বিটিআরসি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।