ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত সপ্তাহের তুলনায় মেহেরপুরে বাড়েনি সবজির মূল্য, তবে বাড়তি মাছ ও চালের দাম। ফলে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কারণ প্রচুর পরিমাণ সবজি বাজারে আমদানি হচ্ছে দামও ক্রেতাদের নাগালের মধ্যে।
শুক্রবার বড় বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, নানা ধরনের সবজি আমদানি হয়েছে। আলু এবং পেঁয়াজের দাম ছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত। আলু কেজি প্রতি ৫ টাকা এবং পেঁয়াজ ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
তবে চালের দাম প্রতিনিয়িতই বাড়তির দিকে। বস্তা প্রতি চালের দাম ১৫০ থেকে ২০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত পরিমাণ চাল বাজারে আমদানি থাকলেও কেন চালের দাম বাড়ছে এ প্রশ্ন প্রতিটি ক্রেতার।
এদিকে, গেল দুই সপ্তাহ ধরে সব ধরনের মাছের দামও বাড়তি। আমদানি কম হওয়ার কারণে মাছের দাম বেশি বলছেন বিক্রেতারা।
তবে মশলা জাতীয় পণ্য এবং মুদি বাজারে দামের তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায়নি।