এখন থেকে গ্রাহকরা ব্যাংক থেকে চেকের মাধ্যমে চার লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দেওয়ার এক জরুরি বার্তায় এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
রোববার একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ খবর জানিয়েছেন।
গত ০৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার দিন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তোলা যাবে না।
নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ধাপে ধাপে তা বাড়িয়ে এক লাখ থেকে দুই লাখ, দুই লাখ থেকে তিন লাখ এবং তিন লাখ টাকা থেকে চার লাখ করা হলো।