ভোক্তাকণ্ঠ ডেস্ক: চলতি (২০২৪-২৫) অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ১২.৪ শতাংশ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানিতে জিএসপি সুবিধা পাওয়ার ব্যাপারে আশাবাদী। এ নিয়ে আলোচনা চলছে। এর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা।
সাংবাদিকরা বাজারে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দাম যে একেবারে কমেনি, তা নয়। চট করে তো সমাধান হবে না। আস্তে আস্তে কমে আসবে। ইতিমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে; যেমন আলু ও পেঁয়াজে শুল্ক কমানো হয়েছে।