ভোক্তাকণ্ঠ ডেস্ক বরিশালের বাজারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে বরিশাল নগরের সব চেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিদপ্তর।আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, সে জন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।
তবে অভিযানে ইলিশের দামে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ইলিশের পর্যাপ্ত মজুত রয়েছে।
তবে গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলে জানান সংশ্লিষ্টরা।
যদিও ভোক্তারা বলছেন, ভারতে ইলিশ রপ্তানির খবরে গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে বাজারে ইলিশের দাম অনেকটাই বেশি। বিশেষ করে এলসি থেকে শুরু করে বড় আকারের ইলিশের অনেক দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা সুমন খান।
বাজারে এক কেজির ইলিশের মণ ৬৮ হাজার, এক হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৭২ হাজার, এলসি আকারের ইলিশ ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।