সিলেটে টাস্কফোর্সের অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা

আতেফ চৌধুরী: সিলেটে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স।

মঙ্গলবার সিলেট নগরীর খাঁন বাজারের মদিনা মার্কেটে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানে নিউ সিতারা বেকারিতে চা পাতা, রসমালাই, দই, দুধ ইত্যাদিতে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার কারণে ১০ হাজার টাকা এবং নিয়াজ আফাজ পোল্ট্রি ফার্ম অধিক দাম রাখার দায়ে তিন হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিলেট জেলা কমিটির সদস্য আতেফ চৌধুরীসহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।