নীলফামারীতে বেশি দামে চিনি বিক্রি, টাস্কফোর্সের অভিযান

মো. গওহর জাহাঙ্গীর রুশো: নীলফামারীতে বেশি দামে চিনি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স। রোববার নীলফামারী বাজার এবং টেক্সটাইল বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ডিমের মূল্য সহনীয় পর্যায়ে চলে এসেছে। শাক-সবজি দাম স্বাভাবিক রয়েছে। মুরগির দাম কিছুটা অস্বাভাবিক।

এছাড়াও, দুটি খুচরা মুদির দোকানে অভিযান চালিয়ে চিনির দাম পর্যবেক্ষণ করে দেখা যায় বাজারের তুলনায় তারা বেশি দামে বিক্রি করছেন। তাই তাদের দু’জনকে চার হাজার টাকা করে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, কৃষি বিপণন সহকারী পরিচালক, প্রাণিসম্পদ সহকারী পরিচালক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং জেলা ক্যাব সভাপতি মো. গওহর জাহাঙ্গীর রুশো।