ভোক্তাকণ্ঠ রিপোর্ট: টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স। সোমবার সদর উপজেলার ডিস্ট্রিক্ট বাজার ও কুইজবাড়ী বাজারে পৃথক দুটি টিম অভিযান পরিচালনা করে।
সদর উপজেলার ডিস্ট্রিক্ট বাজারে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপর একটি টিম সদর উপজেলার কুইজবাড়ী বাজারে তদারকি করে সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
এছাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ও নিত্যপণ্যের ক্রয় বিক্রয় রশিদ যাচাই করা হয়। তদারকিকালে বিভিন্ন খুচরা ও পাইকারি ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, যৌক্তিক দামে পণ্য বিক্রয় করতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।
জনসাধারণকে সচেতন করতে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।