কুমিল্লায় ৫ প্রতিষ্ঠান‌কে টাস্কফোর্সের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কু‌মিল্লা নগরী‌র রানীর বাজা‌রে অ‌নিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠান‌কে ১৪ হাজার টাকা জ‌রিমানা করেছে বি‌শেষ টাস্ক‌ফোর্স ক‌মি‌টি।

সোমবার ক‌মি‌টির সদস‌্যরা বাজা‌রের চাল, সব‌জি, ডিম, মাছ, মাংসসহ বি‌ভিন্ন নিত‌্যপ‌ণ্যের মূল‌্য পর্যবেক্ষণ ক‌রেন ও প্রয়োজনীয় দিক নি‌র্দেশনা দেন। ব‌্যবসায়ী‌দের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ কর‌তে ব‌লেন।

অ‌ভিযা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম, জেলা খাদ‌্য বিভা‌গের প‌রিদর্শক সাইফুল ইসলাম সোহাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতি‌নি‌ধি, ছাত্র প্রতি‌নি‌ধি, জেলা পু‌লি‌শের এক‌টি টিম ও স্থানীয় বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।

অ‌ভিযা‌নে স‌চেতনতা বৃ‌দ্ধির জন‌্য ছাত্র প্রতি‌নি‌ধি‌দের মাধ‌্যমে লিফ‌লেট বিতরণ করা হয়।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।