টাঙ্গাইলে টাস্কফোর্সের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। মঙ্গলবার সদর উপজেলার বেবিস্ট্যান্ড বাজারে পার্ক বাজার, কোদালিয়া ও করটিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে দুটি টিম।

অভিযানে সদর উপজেলার বেবিস্ট্যান্ড বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর একটি টিম সদর উপজেলার পার্ক বাজার, কোদালিয়া ও করটিয়ায় অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয়। তদারকিকালে বিভিন্ন খুচরা ও পাইকারি ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, যৌক্তিক দামে পণ্য বিক্রয় করতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

জনসাধারণকে সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়েছে।