নড়াইলে ৫ ব্যবসায়ীকে টাস্কফোর্সের জরিমানা

কাজী হাফিজুর রহমান: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনাকালে নড়াইলে পাঁচ ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।

বুধবার দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম হাট ও কালিয়ার চাঁচুড়ি বাজার তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

তদারকিকালে বাঁশগ্রাম হাটে তিন জনকে এবং চাঁচুড়ি বাজারে দু’জনকে মোট পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি। লাভের নামে সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ছাত্র প্রতিনিধি শুভ মোল্যা, নবাব মোল্যা, কৃষি বিপণন অধিপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।