এস এম শাহীন: ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও অনুমোদনহীন ফুড ফ্রেভার ও রঙ ব্যবহার করায় এক বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে শহরের পৈরতলা রেলগেট এলাকায় পিউর সুইটস এন্ড বেকারীতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার পিউর সুইটস এন্ড বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় দেখা যায় অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করছে। নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসি মিষ্টি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, অনুমোদনহীন ফুড ফ্রেভার ও রঙ ব্যবহার, খাদ্য তৈরীর স্থানে কর্মচারীদের বাসস্থান ও ব্যবহৃত পোষাক রাখা এবং বিপুল পরিমাণ মিষ্টির গাদ অসৎ উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
ইফতেখারুল আলম রিজভী বলেন, এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। ভোক্তা-অধিকার রক্ষায় জনস্বার্থে অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহীন উপস্থিত ছিলেন।
অভিযানে নিরাপত্তা নিশ্চিতে পাঁচ আনসার ব্যাটলিয়নের একটি দল সঙ্গে ছিলেন।