নীলফামারীতে টাস্কফোর্সের যৌথ সভা অনুষ্ঠিত

মো. গওহর জাহাঙ্গীর রুশো: নীলফামারীতে বিশেষ টাস্কফোর্সের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়রুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পক্ষে মেজর মাহমুদ, এনএসআই’র নীলফামারী জেলার পরিচালক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দোকান মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, বিশেষ টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল ও মো. আজমসহ অন্যান্য ছাত্রবৃন্দ, বিভিন্ন কোলেস্টেরলের প্রতিনিধি খুচরা ব্যবসায়ী এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি মো. গওহর জাহাঙ্গীর রুশো।

আলোচনা সভায় সকলের সম্মতিতে নীলফামারী জেলায় কৃষকের জন্য দুটি খোলা বাজার স্থাপন করার উদ্যোগ নেয়া হয়।

নীলফামারী শহরের নতুন বাজার এবং নীলফামারী আনসার ক্যাম্প সংলগ্ন একটি উন্মুক্ত বাজার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে কৃষকদের পণ্য নিজেই বিক্রেতার নিকট বিক্রি করিতে পারবেন। কোনো রকম দোকান ভাড়া বা যাতায়াত ভাড়া প্রদান করতে হবে না। এতে করে ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করিতে পারবেন।