ভোক্তাকণ্ঠ ডেস্ক: চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রির অপরাধে জনি স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে নকল শিশু খাদ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার ছয়টি গোডাউন বন্ধ করে দেয়া হয়।
বুধবার চুয়াডাঙ্গা ফেরীঘাট সড়কে অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, একই প্রতিষ্ঠানকে অভিন্ন অপরাধে কয়েক বছর আগে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, জনি স্টোরের মালিক হামিদুর রহমান জনি দীর্ঘদিন থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন পাইকারী এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে নিম্নমানের ও নকল শিশুখাদ্য বিক্রি করছে। বুধবার তার ব্যবসাপ্রতিষ্ঠান তদারকিকালে এসবের সত্যতা মেলে। ফলে তাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় দোকান ও গোডাউনে রাখা নিম্নমানের ও নকল শিশুখাদ্য এবং মেয়াদোত্তীর্ণ সকল পণ্য টাস্কফোর্স প্রতিনিধি, দোকান মালিক সমিতির প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধির সামনে বিনষ্ট করা হয়।