ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্প্রতি এক অনুষ্ঠানে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। মেয়রের এমন ঘোষণায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।
একইসঙ্গে ভোগান্তি কমিয়ে মানসম্মত সেবা প্রদানে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান তারা।
সোমবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডিন্ট আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ নির্বাচনী ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়ে ডা. শাহাদত হোসেন কর্তৃক সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার দায়িত্বপালনকালে নগরবাসী কাংখিত মাত্রায় নাগরিক সেবা উপভোগ করবেন, ভোগান্তি ও সেবার মান উন্নত হবে। একইসঙ্গে সিটি কর্পোরেশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে জনগণের মালিকানায় প্রতিষ্ঠা লাভ করবে।
ক্যাবসহ বিভিন্ন নাগরিক সংগঠন ও নগরবাসীরা বারংবার সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের পুরানো কৌশল হিসাবে প্রতি বছর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিশাল একটি নোটিশ প্রদান করে পরে আপোষ ফরমুলায় দফা রফা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। আবার হোল্ডিং ট্যাক্স রিএসেসমেন্টের নামে মেয়রের কাছে আবেদনের নামেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এ কারণে নগরবাসীর বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়ে গেছে। রাজস্ব আদায় ও হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতে নাগরিক পরীবিক্ষণ কমিটি গঠন করা দরকার। একইসঙ্গে এই প্রক্রিয়ায় ভোক্তাদের প্রতিনিধি হিসাবে ক্যাবও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে প্রস্তুত।
মেয়র শাহাদতের চট্টগ্রামকে সুন্দর ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে এই প্রক্রিয়ায় নগরবাসীকে সম্পৃক্ত করা, কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা, ময়লা ও আবর্জনামুক্ত শহরে পরিণত করতে পরিচ্ছন্ন বিভাগের কাজের দৃশ্যমান নজরদারির পাশাপাশি নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ করেন নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সচেতন নাগরিকদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন করার সুপারিশ করেন তারা।
সিটি কর্পোরেশনের সকল অফিস ও ওয়ার্ড পর্যায়ে অভিযোগ বক্সের পরিবর্তে টোল ফ্রি নাম্বারে হটলাইনে অভিযোগ জানানোর পদ্ধতি চালুর ওপর জোর দেন ক্যাব চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।