ভোক্তাকণ্ঠ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার উপজেলার শ্যামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ রাখার দায়ে কাজলা মেডিকেল হলকে আট হাজার টাকা ও অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও উৎপাদিত খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় কাজল বেকারিকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ডিম ব্যবসায়ী চাঁন মিয়া ও সেলিম মিয়াকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, বেকারিতে অভিযান পরিচালনা করার সময় দেখা যায়- অস্বাস্থ্যকর পরিবেশ, অন্য নামে প্যাকেটজাতকরণ, যে তেল দিয়ে ভাজা হয় তা মবিলের মত কালো। তাছাড়া মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় প্রাথমিক ভাবে সতর্কমূলক জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসআই/এমএ