তৌহিদুল ইসলাম: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি- ২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ক্যাব প্রস্তাবিত দাবির প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ক্যাবের জেলা শাখার সহ-সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য মহসীন ইসলাম শাওন, খাইরুল ইসলাম, মাসুম মিয়াসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, কবি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, গৃহীনিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন মানববন্ধনে অংশ নেন ও দাবির প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন।