মো. বিপ্লব সরকার: জ্বালানি রূপান্তর নীতি- ২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চাঁদপুর জেলার নেতৃবৃন্দ।
রোববার বিকেলে ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারেফ হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ২১টি দাবি উল্লেখ করা হয়। উল্লেখযোগ্য দাবির মধ্যে হলো- কষ্ট প্লাস নয়, কষ্ট বেসিস লুণ্ঠনমুক্ত মুনাফাবিহীন জ্বালানি খাত পরিচালনা ও উন্নয়ন নীতির ভিত্তিতে সরকারি সেবা খাত হিসাবে বিইআরসি’র আওতায় অবিলম্বে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাত সংস্কার করতে হবে। ভর্তুকি ও মূল্যহার ব্যতিত বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় রোধ করে ঘাটতি সমন্বয়ের নিশ্চয়তা। জনগণের জ্বালানি সুবিচার নিশ্চিত করা জন্য বিগত সরকারের আমলে জনস্বার্থে দায়েরকৃত সকল মামলা সরকারের পক্ষ থেকে দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ।
বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং ইউটিলিটিসমূহের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বিইআরসি দ্বারা গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক নিষ্পত্তি করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহি চৌধুরী, সাবেক বিদ্যুৎ সচিব ও মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং সাবেক বিদ্যুৎ সচিব ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সাবেক বিদ্যুৎ সচিব বিইআরসির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মনোয়ার ইসলামের জ্বালানি অপরাধী হিসাবে বিচার চাই। পেট্রোলিয়াম পণ্যসমূহের বিদ্যমান মূল্যহার ন্যায্য ও যৌক্তিক কি না তা যাচাই বাছাইয়ের প্রস্তাব বিইআরসিতে পাঠানোর জন্য বিপিসিকে নির্দেশ প্রদান এবং সেই সাথে ২০১২ সাল থেকে পেট্রোলিয়াম পণ্যের মূল্যহার নির্ধারণ সংক্রান্ত আটকে রাখা তিনটি প্রবিধান কোনো রকম পরিবর্তন ব্যতিত অবিলম্বে গেজেটে প্রকাশ মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, ক্যাব জেলা শাখার দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকার, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবুল বাশার কার্যকরী সদস্য মমতাজ উদ্দিন মন্টু গাজীসহ অন্যান্য সদস্যরা।