কুমিল্লায় জ্বালানি তেল পরিমাপে কম দিতো নুরুল হুদা ও নাইমুল ফিলিং স্টেশন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কুমিল্লায় পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নগরীর চকবাজার ও শহরতলীর আলেখারচরে জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ ভাবে অভিযানে পরিচালনা করে।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশন ও আলেখারচরের নাইমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায়- চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি কম দিয়েছে। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, নাইমুল ফিলিং স্টেশনে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০৭ মিলি এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলি তেল কম দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।