কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাঙামাটির কাপ্তাইয়ে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বেলা ১১টার দিকে কাপ্তাই নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে নতুনবাজার আজমীর কুলিং কর্ণারকে তিন হাজার টাকা এবং স্বাদ কুলিং কর্ণারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে কর্ণফুলী মেডিকেল হলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, নতুন বাজার সেক্রেটারি এম করিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএ