মো. গওহর জাহাঙ্গীর রুশো: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি- ২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে নীলফামারীতে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ক্যাব প্রস্তাবিত দাবির প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে গণস্বাক্ষরসহ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ক্যাব সভাপতি মো. গওহর জাহাঙ্গীর রুশোসহ অন্যান্য নেতৃবৃন্দ।