ভোক্তাকণ্ঠ ডেস্ক: গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। তবে এখন আপনার শহরের বায়ু কতটা দূষিত তাও জানতে পারবেন গুগল ম্যাপ থেকেই। বাতাসের গুণগত মান কোন এলাকায় কেমন তা বোঝাতে কালার কোড সিস্টেম ব্যবহার করছে গুগল ম্যাপ। গুগল ম্যাপের মোবাইল এবং ওয়েবসাইট ভার্সনে এই পরিষেবা মিলছে।
গুগল ম্যাপের একিউআই ট্র্যাকারে একিউআই-এর রেঞ্জ ০ থেকে ৫০০ পর্যন্ত রয়েছে। এই রেঞ্জ ৬ ভাগে বিভক্ত। প্রতিটি রেঞ্জের জন্য ভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে। যেখানে বাতাসের গুণমান সবথেকে ভালো, সেই জায়গার রঙ সবুজ। যেখানে বাতাসের হাল সবচেয়ে খারাপ, সেই এলাকা গাঢ় লাল রং দিয়ে বোঝানো হয়েছে গুগল ম্যাপে।
যেভাবে ফিচারটি ব্যবহার করবেন-
– গুগল ম্যাপের আপডেট ভার্সন ডাউনলোড করুন আপনার ডিভাইসে।
– যে এলাকার বাতাসের গুণমান দেখতে চাইছেন, গুগল ম্যাপে সেই এলাকা সার্চ করুন।
– সেই এলাকা ম্যাপে লোড হলে ম্যাপের ডান দিকের কোণে থাকা ‘লেয়ার’ আইকনে যান।
– লেয়ারের মধ্যেই আপনি ‘এয়ার কোয়ালিটি’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নির্বাচিত এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখতে পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।